আপোষহীন নেত্রী ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগের উদ্যোগে ১ ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া এলাকায় এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই আয়োজন করা হয়।
কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া মাদ্রাসা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ।
দোয়া মোনাজাত শুরুর আগে মাদ্রাসার ছাত্রদের দ্বারা খতমে কোরআন পাঠ করানো হয়। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের সকল মানুষের জন্য শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেদী হাসান সোহাগ সকলের কাছে দেশনেত্রীর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মোনাজাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব নুরুল্লাহ আশরাফী।
কাঁঠালিয়া উপজেলার ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।