আমাদের অর্জন.কম
ঝালকাঠি ১ রাজাপুর– কাঠালিয়া আসনে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক ছাত্র নেতা গোলাম আজম সৈকত।
নিজস্ব প্রতিনিধি: ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনে করা আপিলে আজ ১৪ জানুয়ারী বুধবার বিকেল ৩ টায় প্রার্থীতা ফিরে পান সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত । গত ৩ জানুয়ারী প্রার্থীতা বাছাইয়ের নির্দিষ্ট দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ১% ভোটারের সমর্থনে দেয়া স্বাক্ষরে গড় মিল পাওয়ার তথ্য জানিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকতের প্রার্থীতা বাতিল করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার প্রার্থীতা বাতিলের আদেশে সংক্ষুব্ধ হয়ে প্রার্থী নিজে নির্বাচন কমিশনে আপিল করেন । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ ঝালকাঠি -১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত দলীয় মনোনয় না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন । আপিলে প্রার্থীতা ফিরে পেয়ে তিনি শুকরিয়া জ্ঞাপন করেন এবং তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ষড়যন্ত্র ভোটারদের সমর্থনের স্বাক্ষরে গড় মিল এর মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান রাজাপুর এবং কাঠালিয়া উপজেলার গণমানুষ তাকে গ্রহণ করেছে এবং ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে সকল শ্রেনী পেশার মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন।