ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

আমাদের অর্জন.কম ৪ সেপ্টেম্বর ২০২৩

ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ এর নতুন কমিটি

বুধবার (৪ অক্টোবর) রাজধানীর একটি রেস্টুরেন্টে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মফিজুর রহমান খান বাবু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আ. রাজ্জাক খান রানা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক, বাংলাদেশ গ্রীন পার্টির চেয়ারম্যান আলহাজ কবি মো. মোজাম্মেল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি ও সমাজ সেবক এম এম এ কাদের, গোপালগঞ্জ জেলা যুব কল্যাণ সমিতি, ঢাকা এর সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ ইকবাল, বিশিষ্ট চিত্রশিল্পী সৌদি হুসাইন সরকার মুরাল।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নিউজ এডিটর গিল্ডস ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অফ বাংলাদেশ এর সভাপতি বাদল চৌধুরী, সাজ্জাদ হোসেন চিশতী বিজনেস এডিটর রাইজিং বিডি ডট কম, বিশিষ্ট কথাশিল্পী, শিক্ষক তালুকদার লাভলী, সামির সরকার সবুজ, সাধারণ সম্পাদক সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাব, তপন আহমেদ, সহসভাপতি, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাব প্রমুখ। বক্তারা পেশার অধিকার, মর্যাদা রক্ষায় সংগঠনের ভূমিকা অপরিসীম বলে জানান। সংগঠনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে ফুল দিয়ে সকলকে বরণ করে নেয়া হয়।

এর আগে ‘সাংবাদিকতার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আমরা’ এ শ্লোগান নিয়ে ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ (আইপিসিবি) এর নতুন কমিটি গঠন করা হয়। পাঁচ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রেসিডেন্ট পদে দৈনিক বাংলাদেশের আলোর যুগ্ম বার্তা সম্পাদক আনজুমান আরা শিল্পী এবং সেক্রেটারি জেনারেল পদে দৈনিক স্বাধীন ভাষার জ্যেষ্ঠ প্রতিবেদক গাজী তুষার আহমেদ নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে দেওয়ান মশিউর রেজা চৌধুরী (সময় নিউজ ২৪ ডটকম), সহসভাপতি শেখ সাব্বির আহমেদ (মধুমতি ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহিদ বিপ্লব (বাংলাদেশ মনিটর), নাজু মির্জা (দৈনিক রূপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক পদে আফরোজা আক্তার (দৈনিক সোনালী বার্তা), সাংগঠনিক সম্পাদক পদে রহিমা খানম (দর্পণ প্রতিদিন), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ জয়নাল আবেদীন (দৈনিক সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো: মিজানুর রহমান (দৈনিক ইত্তেফাক), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে সোহাগ হোসেন (দৈনিক আমার সংবাদ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে গাজী হোসনে আরা চৌধুরী (সময় নিউজ ২৪ ডটনেট/ইংল্যান্ড থেকে প্রকাশিত), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তাজ ফেরদৌস (দি ট্যুরিজম টাইমস) নির্বাচিত হয়েছে।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দিলরুবা খান (দৈনিক ইত্তেফাক), আবু ফাত্তাহ (বাংলাদেশ টু ডে), আমির হামজা (বৈশাখী টেলিভিশন), মো. মোস্তফা কামাল জাহিদ (দৈনিক আমার বার্তা), উজ্জল মোল্লা (দৈনিক আমার বার্তা), স্বপন দেবনাথ (দৈনিক ঢাকা), তরিকুল ইসলাম (ডেইলি অবজারভার), মো. আমিনুল ইসলাম তপু (লাল সবুজ টিভি)কে নির্বাচিত করা হয়।

পারষ্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ এবং পেশার মাধ্যমে দেশ ও বর্হিবিশ্বের সাংবাদিকদের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *