কাশ্মির সীমান্তের ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তানের মাঝে আবারো গুলি বিনিময় হলো। মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মিরের কাছে আন্তর্জাতিক সীমানার পারগাওয়াল সেক্টরে ওই গুলি বিনিময় হয়। এই নিয়ে টানা ছয় দিন গুলি বিনিময় হলো প্রতিবেশী দুই দেশের।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে জম্মু-কাশ্মিরের নওশেরা, সুন্দরবানী এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাক সেনা। ভারত মসৃণভাবে তার জবাব দিয়েছে।’

গত ২৮ এপ্রিল রাতে নিয়ন্ত্রণ রেখায় কুপওয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীতে অবস্থিত এলাকা এবং আখনুর সেক্টরে গুলি বিনিময় শুরু করে।

২২ এপ্রিল পেহেলগাঁওয়ে উগ্রবাদী হানায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর নিরাপত্তা বাহিনী কাশ্মির উপত্যকায় কথিত উগ্রবাদবিরোধী অভিযান জোরদার করায় নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা এখনো চরমে

রয়েছে। পাকিস্তান বারবার নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, যার ফলে ভারতীয় সেনারাও তার জবাব দিচ্ছে প্রতিনিয়ত।

পেহেলগাঁও হামলার প্রতিবাদে ভারত বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা এবং আটরিতে ইন্টিগ্রেটেড চেক পোস্ট অবিলম্বে বন্ধ করে দেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *