আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম

 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (Human Aid & Trust International) এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সমাজকল্যান বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কৃতি সন্তান সিরাজুল ইসলাম

বুধবার (১৪ মে ২০২৫) রাজধানীর পুরানা পল্টন নিজস্ব কার্যালয়ে ২০৫ সদস্য বিশিষ্ট হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর নবগঠিত কমিটি-২০২৫ অনুমোন দেয়া হয়। হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল মহাসচিব নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ আবজাল হোসেন মৃধা।

সিরাজুল ইসলাম কবি নজরুল সরকারি কলেজ থেকে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স,বঙ্গবন্ধু ল’ কলেজ থেকে LLB শেষ করেন। বর্তমানে তিনি LL.M অধ্যয়ন করছেন এবং ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছেন । তিনি কবি নজরুল সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন বর্তমান বঙ্গবন্ধু ল কলেজে জাতীয়তাবাদ আইন ছাত্র ফোরামের আহবায়ক /সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা ৪নং গালুয়া ইউনিয়নের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেছেন।

মানবাধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করা এই আন্তর্জাতিক সংস্থাটি তাদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করেছে। অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে গঠিত এই কমিটি সংস্থার লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নতুন কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়া প্রসঙ্গে “সিরাজুল ইসলাম বলেন, “হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর মতো একটি স্বনামধন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। নতুন কমিটিতে আমাকে  দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি নিষ্ঠা ও সততার সাথে পালন করার চেষ্টা করবো। মানবাধিকার রক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে আমরা কাজ করে যাব।” সংস্থার পক্ষ থেকে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাই আমি আশা করি  এই কমিটির নেতৃত্বে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল তার লক্ষ্য পূরণে আরও সফল হবে। নতুন কমিটির মাধ্যমে সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং দেশ ও বিদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার বিষয়ক কার্যক্রমে সক্রিয় রয়েছে। নতুন কমিটির হাত ধরে কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *