ট্রাইব্যুনালের বিচারকাজে সন্তুষ্ট, আশা করি দ্রুত ন্যায়বিচার পাব: নাহিদ ইসলাম

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার বিচারকাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জুলাইযোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আশা করি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ন্যায়বিচার পাব।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তবে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজি মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ার আজ নাহিদের সাক্ষ্য গ্রহণ হবে না।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কথা ছিল নাহিদ ইসলামের।

২০২৪ সালের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার পতনে এক দফার ঘোষণ দেন নাহিদ ইসলাম। এর পর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *