প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে সামিউল সামি

 

 ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে সামিউল সামি   । সে মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় , ঢাকা হতে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং বর্তমানে মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়  ষষ্ঠ শ্রেণীতে  অধ্যয়নরত

ছোট বেলা থেকেই খেলাধুলা, সঙ্গীত, চিত্রাঙ্কনসহ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর গভীর আগ্রহ রয়েছে। ইতিপূর্বে সে উপরোক্ত বিভিন্ন বিষয়ে পুরস্কার পেয়েছে।

সামিউল সামি”র বাবা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরিরত মাতা শামীমা নাসরিন একজন গৃহিণী তিনি বলেন আমার ছেলের সাফল্যের পিছনে  অবদান বাবা-মা দুজনই  ছেলের সাফল্য কামনা করেন এবং

সকলের কাছে দোয়া চেয়েছেন ,সামিউল সামির ক্লাস টিচার শায়লা পারভিন বলেন যে কোন বাচ্চাকেই ঠিকমতো স্কুলের পাশাপাশি মা-বাবা যদি গাইড দিতে পারে তাহার সাফল্য অনিবার্য

সামিউল সানির গ্রামের বাড়ি  উত্তর ছেংগারচর চান চান সরদারকান্দি মিয়াজি বাড়ি মতলব উত্তর, জেলা চাঁদপুর,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *