নিজস্ব প্রতিনিধি : ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানদের পবিএ ঈদ- উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন.. এম এম জীবন
স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই পবিএ ঈদ- উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক
বছর ঘুরে আবার আমাদের মাঝে পবিএ ঈদুল আযহা তথা সমগ্র বাংলাদেশর ইসলামধর্মাবরাম্বী ঘরে ঘরে আনন্দ বার্তা বয়ে নিয়ে এসেছে। আমি বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারী ভাই ও বোনদের স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পবিএ ঈদ- উল আযহা উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের পবিএ ঈদ- উল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।
করোনাভাইরাস মহামারি সব অন্ধকার কাটিয়ে ঈদুল আযহা সবার মনে আনন্দ বয়ে আনবে। ঈদ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক প্রতিটি মুমিনের জীবন।
ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশও জনগণের কল্যানে আত্বনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান। পবিএ ঈদ- উল আযহা উপলক্ষ্যে সকল মুসলিম উম্মহর প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ঞ্জাপন করছি।
তার পাশা পাশি আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করাই আমাদের কাম্য ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা- বিদ্বেষ, হানাহানির কোন স্হান নেই মানবিক মূল্যবোধ,পারস্পরিক কল্যানকে ইসলাম ধারন করে ।
ইসলামের এই সুমহার বার্ত ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারী হিসাবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে- পবিএ ঈদুল আযহা এ প্রত্যশা করি।
করোনাভাইরাস বিস্তার বন্ধে স্বাস্থ্যবিধি নির্দেশিকা যথাযথ ভাবে মেনে চলি করোনা প্রতিরোধে সকলে সরকারের নির্দেশ মেনে চলি এবং আল্লাহর কাছে বেশী বেশী দোয়া করার মাধ্যমে ঈদ- উল আযহা উদযাপন করি। ভাল থাকুন এবং সুরক্ষিত থাকুন
এম এম জীবন সাধারণ সম্পাদক স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটি